মাস না পেরোতেই ইতিহাস বিকৃতি!

মাস না পেরোতেই ইতিহাস বিকৃতি!

প্রকাশিত

বৈষম্যবিরোধী আন্দোলনে হাজারো ছাত্র-জনতা প্রাণ দিয়েছে।

অন্যদিকে যাদের প্রত্যক্ষ সংযোগে, গোপন ভিডিও বার্তায় আন্দোলন গতিশীলতা পেয়েছে, তাদের গাঁথা হারিয়ে যাচ্ছে অন্ধকারে।

আন্দোলনের প্রধানতম স্লোগান, ‘তুমি কে, আমি কে? রাজাকার রাজাকার/কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার, স্বৈরাচার'–এ ঐতিহাসিক স্লোগান পাল্টে দেওয়ার অভিযোগ ও উঠেছে খোদ সমন্বয়কদের বিরুদ্ধে।

CGI-তে আন্দোলনের ক্রেডিট নিতে হাজির হয়েছে ‘আওয়ামী' ও ফ্যাসিস্টপন্থী যুবক। আবার, মাস্টারমাইন্ড বিতর্কে চাঙ্গা ফেসবুক। 'তুমি কে, আমি কে? সমন্বয়ক সমন্বয়ক’— স্লোগানের মাঝে সব বিপ্লবীদের অন্তর্ভুক্তি থাকার কথা থাকলেও, বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতো গজাচ্ছে 'সমন্বয়ক', তাদের অনৈতিক ক্ষমতাচর্চা নিয়েও উঠেছে প্রশ্ন।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com