হাদি হত্যা মামলায় পুলিশের তদন্তে ‘নারাজি’ ইনকিলাব মঞ্চের, কাল সারাদেশে বিক্ষোভ মিছিল

হাদি হত্যা মামলায় পুলিশের তদন্তে ‘নারাজি’ ইনকিলাব মঞ্চের, কাল সারাদেশে বিক্ষোভ মিছিল
প্রকাশিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় পুলিশের দাখিল করা তদন্ত প্রতিবেদন বা চার্জশিটের ওপর 'নারাজি' দিয়েছে ইনকিলাব মঞ্চ। একইসঙ্গে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আগামীকাল শুক্রবার) সারাদেশে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের ডাক দিয়েছে সংগঠনটি। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এসব তথ্য জানান।

এর আগে আদালত সংগঠনটির নারাজি আবেদন মঞ্জুর করে মামলাটি পুনর্তদন্তের নির্দেশ দেন।

সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অভিযোগ করা হয়, শুরু থেকেই পুলিশ এই মামলার তদন্তে অসহযোগিতা করে আসছে। 

তারা বলেন, ২০২৪ সালের ডিসেম্বরে শহীদ ওসমান হাদি নিজের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় একটি জিডি করেছিলেন, যা পুলিশ প্রথমে অস্বীকার করেছিল। পরবর্তীতে প্রমাণের ভিত্তিতে তারা তা স্বীকার করতে বাধ্য হয়।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, 'পুলিশ যে চার্জশিট দাখিল করেছে, তাতে মূল পরিকল্পনাকারীদের আড়াল করা হয়েছে। ওসমান হাদি আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে একটি মামলার এক নম্বর সাক্ষী ছিলেন। এই হত্যাকাণ্ডকে কেবল 'বিচ্ছিন্ন ঘটনা' হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা আমরা মেনে নেব না।'

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আদালত পুনর্তদন্তের নির্দেশ দেওয়ায় তারা সন্তুষ্ট। তবে তদন্তের ভার কোনো নিরপেক্ষ সংস্থাকে দেওয়ার দাবি জানান তারা।

প্রয়োজনে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা নেওয়ারও আহ্বান জানানো হয়।

আবদুল্লাহ আল জাবের হুঁশিয়ারি দিয়ে বলেন, 'সাগর-রুনির মামলার মতো এই হত্যাকাণ্ডকেও ঝুলিয়ে রাখা যাবে না। আগামীকাল সারাদেশের জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এরপরও যদি বিচারের দৃশ্যমান অগ্রগতি না হয়, তবে সচিবালয় বা সংসদ ভবন ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।'

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com