চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ
প্রকাশিত

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বায়জীদ থানার হামজারবাগ এলাকায় গণসংযোগকালে তার পায়ে গুলি করে দুর্বৃত্তরা।

আহত অবস্থায় এরশাদ উল্লাহকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সারোয়ার বাবলাসহ আরও দুইজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ সারোয়ারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যায় গণসংযোগকালে হঠাৎ গুলি ছোঁড়া শুরু করে দুর্বৃত্তরা। এ সময় এরশাদ উল্লাহর পায়ে গুলি লাগে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে থাকা সারোয়ার বাবলা নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রসঙ্গত, এরশাদ উল্লাহ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক পদে রয়েছেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com