সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ছে একের পর এক রিসোর্ট

সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ছে একের পর এক রিসোর্ট
প্রকাশিত

রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে ৩০ থেকে ৩৫ টি রিসোর্ট পুড়ে গেছে। দুপুর পৌনে ১টার দিকে লাগা আগুন এখনও নিয়ন্ত্রনে আসেনি। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের রিসোর্ট ও স্থাপনায় ছড়িয়ে পড়ে।

সাজেক পর্যটন রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুবর্ণদেব বর্মণ জানান, দুপুর পৌনে ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে অবকাশ রিসোর্টে লাগা আগুন ভয়াবহ আকারে রুপ নেয়। আগুনে বহু রিসোর্ট পুড়ে যাচ্ছে। এখনো নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। 

বেলা আড়াইটা পর্যন্ত পর্যটন কেন্দ্রের অন্তত ৩০ থেকে ৩৫টি রিসোর্ট আগুনে পুড়ে গেছে বলে তথ্য পাওয়া গেছে। এদিকে আগুন আশপাশের বসতবাড়িতেও ছড়িয়ে পড়েছে।

আগুন নেভানোর জন্য স্থানীয় লোকজন ও প্রশাসন চেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যে খাগড়াছড়ির দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের লোকজন সাজেকের উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার।

এর আগে স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে বেশ কয়েকটি রিসোর্ট পুড়ে গেছে। ঘটনার পরপরই সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার জানান, সাজেকে দমকল বাহিনীর কোনো ইউনিট না থাকায় খাগড়াছড়ির দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। তিনি আরও বলেন, "আগুন নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com