বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করল কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

প্রকাশিত

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) থেকে এ নিষেধাজ্ঞা জারি করে সদ্য প্রতিষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার নাইলা ইয়াসমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।


বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার নাইলা ইয়াসমিন।


অফিস আদেশে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে ১৭ সেপ্টেম্বর থেকে নামে-বেনামে সকল ধরনের দলীয় লেজুড়বৃত্তিক রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করা হলো।

এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়।


প্রসঙ্গত, ২০২১ সালে কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তবে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মিত না হওয়ায় বর্তমানে শহরের গুরুদয়াল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের একটি বহুতল ভবনে এ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com