রাঙ্গামাটিতে তৃতীয় লিঙ্গের একজনের গলাকাটা লাশ উদ্ধার

রাঙ্গামাটিতে তৃতীয় লিঙ্গের একজনের গলাকাটা লাশ উদ্ধার
প্রকাশিত

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে তৃতীয় লিঙ্গের একজনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম শিলা। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে নিজ বাসা থেকে তার গলাকাটা মৃতদেহ কাউখালী থানা পুলিশ উদ্ধার করেছে।   

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শিলা তৃতীয় লিঙ্গের হওয়াতে সেই চট্টগ্রাম হাটহাজারী বাবার বাড়ি ছেড়ে দীর্ঘ দিন ধরে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে বসবাস করতো। উপজেলার তৃতীয় লিঙ্গের লিডার হিসেবে পরিচিত ছিলো শিলা। বিগত পাঁচ বছর আগে শিলা নিজেকে সার্জারি করে শারীরিক পরিবর্তন ঘটানোর পর বিভিন্ন রকম স্টেজ শো করতেন। এই সময়ে সেই এক ছেলেকে বিবাহ করেছেন।

রবিবার গভীর রাতে স্থানীয়রা অপরিচিত পাঁচ থেকে ছয়জন লোককে বাসায় ডুকতে দেখেন। তবে তারা কখন বের হয়েছে সেটা কেউ জানেনা ।

সোমবার সন্ধ্যা পর্যন্ত  তার বাড়ির পাশে থাকা আরেকজন কোন সাড়া শব্দ না পেয়ে  দরজা খুলে দেখতে পায় তার গলাকাটা লাশ বিছানাতে পড়ে আছে। এলাকাবাসী কাউখালী থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ গলাকাটা লাশ উদ্ধার করেছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম সোহাগ বলেন, শিলা নামে এক তৃতীয় লিক্ষের ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে কাউখালী থানা পুলিশ। রাতে শিলার বাসাতে মাদকের পার্টি হচ্ছিলো বলে জানা গেছে তার লাশের পাশে মাদক সেবনের আলামত পাওয়া গেছে।এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। প্রাথমিক তদন্ত ও আইনি কাজ শেষে তার লাশ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটির মর্গে পাঠানো হবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com