বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আনসার একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্ট স্বৈরাচার সরকার পতনের পর আজ বাংলাদেশ নবজাগরণে উজ্জীবিত। বিগত সরকার আর সরকারি প্রতিষ্ঠানগুলো জনগণের হতে পারিনি। ফলে ছাত্র-জনতার গণঅভুত্থানে স্বৈরাচার সরকার দেশত্যাগে বাধ্য হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, যেসব পুলিশ সদস্য এখনও কর্মস্থলে যোগ দান করেননি তারা অপকর্মের সঙ্গে জড়িত। তাদের আর কাজে যোগদান করতে দেয়া হবে না।
এ সময় বাংলাদেশ আনসার বাহিনীকে যুগোপযোগী করে আগামীতে সাজানো হবে বলেও জানান তিনি।