ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ কারিমুল মারা গেছেন

স্বৈরাচারী সরকার পতনের আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে প্রায় ২ মাস চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন কারিমুল ইসলাম নামে এক যুবক।
ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ কারিমুল মারা গেছেন

কারিমুল ইসলাম। সংগৃহীত ছবি

প্রকাশিত

সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তিনি মারা যান।

হবিগঞ্জের লাখাই উপজেলার কারিমুল পরিবার নিয়ে থাকতেন রাজধানীর যাত্রাবাড়ীতে। তিনি কাঁচাবাজার আড়তের কর্মচারী ছিলেন। ১ বছর আগেই বিয়ে করেছিলেন তিনি। স্ত্রী ময়না ৩ মাসের অন্তঃসত্ত্বা বলে বলে জানা গেছে।

স্বজনরা জানান, স্বৈরাচারবিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন করিমুল। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতদের দিন দুপুরে যাত্রাবাড়ী থানা থেকে বের হয়ে পুলিশ মুহুর্মুহ গুলি চালালে বুকেসহ শরীরে ৩টি স্থানে গুলি লাগে তার। উদ্ধার করে আন্দোলনরতা ওইদিন তাকে হাসপাতালে ভর্তি করেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com