সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তিনি মারা যান।
হবিগঞ্জের লাখাই উপজেলার কারিমুল পরিবার নিয়ে থাকতেন রাজধানীর যাত্রাবাড়ীতে। তিনি কাঁচাবাজার আড়তের কর্মচারী ছিলেন। ১ বছর আগেই বিয়ে করেছিলেন তিনি। স্ত্রী ময়না ৩ মাসের অন্তঃসত্ত্বা বলে বলে জানা গেছে।
স্বজনরা জানান, স্বৈরাচারবিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন করিমুল। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতদের দিন দুপুরে যাত্রাবাড়ী থানা থেকে বের হয়ে পুলিশ মুহুর্মুহ গুলি চালালে বুকেসহ শরীরে ৩টি স্থানে গুলি লাগে তার। উদ্ধার করে আন্দোলনরতা ওইদিন তাকে হাসপাতালে ভর্তি করেন।