মঙ্গলবার (৮ অক্টোবর) মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের ব্রিফিংকালে এমন তথ্য জানান।
তিনি বলেন, ইতালি যেতে ইচ্ছুকদের জমাকৃত ভিসা আবেদনের মধ্যে ২০ হাজার আবেদন ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার চেষ্টা করছে দূতাবাস।
মন্ত্রণালয় সূত্র জানায় ভিসা প্রসেসিংয়ের কাজ দ্রুত সম্পন্নের সমাধানে আলোচনার পরিপ্রেক্ষিতে দেশটির কনস্যুলার শাখার লোকবল বাড়ানো হচ্ছে।
ইতালি দূতাবাস জানিয়েছে, কাজ ছাড়া পড়াশোনা, ব্যবসা, পর্যটন, পারিবারিক ভিসা ইত্যাদি ক্যাটাগরিতে ইতালি দূতাবাসে জমা হওয়া ভিসা আবেদনের সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমানে প্রায় ৪০ হাজারেরও বেশি কাজ সংক্রান্ত ভিসার আবেদন বিবেচনাধীন রয়েছে। জাল কাগজপত্র শনাক্তকরণ ও দুর্নীতি প্রতিরোধে জমা দেয়া সব কাগজপত্র বিশেষভাবে যাচাই করা অত্যাবশ্যকীয় বিধায় শুধুমাত্র কাজের অনুমতিপত্র জমা দিলেই ভিসা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত নয়।