ট্রাক-সিএনজির সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

প্রকাশিত

ময়মনসিংহে বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন।

ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ সদর উপজেলার গাছতলা এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে। 

আব্দুর রশিদ, তার স্ত্রী বকুল আক্তার, শ্যালক বিদ‍্যা মিয়া এবং আব্দুর রশিদের ছেলের স্ত্রী লাবনী আক্তার সহ ৪ জন নিহত হয়েছেন। তারা নেত্রকোণা সদর উপজেলার বাহাদুরপুর এলাকার বাসিন্দা।

শ‍্যামগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, নেত্রকোণা থেকে বালুবাহী একটি ট্রাক ময়মনসিংহ যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা নেত্রকোণা যাওয়ার পথে ঘটনাস্থলে দুই যানের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। 

ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার বলেন, এ ঘটনায় আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরও দুইজন চিকিৎসাধীন রয়েছেন। 

কোতোয়ালি মডেল থানার কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com