মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, সকালে গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধীনস্থ সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহলদল সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী চতুল ঈদগাহ বাজার নামক স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালায়। ওই অভিযানে ঈদগাহ বাজার এলাকা দিয়ে বালু ভর্তি একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালায়। এ সময় বিজিবি টহলদল ট্রাকটি তল্লাশি করে বালুর স্তরের নিচে অভিনব কৌশলে লুকানো বিপুল ভারতীয় শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা, ধূতি কাপড়, থান কাপড় এবং বিবিধ মালামাল উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।
জব্দকৃত মালামাল তামাবিল শুল্ক অফিসে জমা দেয়ার কাজ চলছে বলেও জানিয়েছে বিজিবি।