দেশীয় অস্ত্র তৈরির কারখানায় অভিযান, আটক ৪

দেশীয় অস্ত্র তৈরির কারখানায় অভিযান, আটক ৪
প্রকাশিত

চট্টগ্রামের সীতাকুণ্ডের ছিন্নমূল এলাকায় একটি দেশীয় অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে চার জনকে আটক করেছে যৌথবাহিনী।

আজ শনিবার (৩০ আগস্ট) সকালে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬টি দেশীয় অস্ত্র, ৩৫ রাউন্ড খালি কার্তুজ, ৫ রাউন্ড তাজা কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, ২০টি ছুরি, চার্জারসহ ২টি ওয়াকিটকি, ১টি মেগাফোন, ৪টি প্যারাসুট ফ্লেয়ার এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কামরুল হাসান, আশিকুর রহমান, রুমন ও আমির হোসেন। তারা প্রত্যেকেই জঙ্গল সলিমপুরের ৯ নম্বর সমাজের বাসিন্দা। তাদের মধ্যে কামরুল হাসান ছাত্রদলের সক্রিয় কর্মী বলে জানিয়েছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী সেলিম উদ্দিন।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আমিনুল ইসলাম বলেন, ছিন্নমূল দিনার ঘোনা এলাকার একটি ঘর থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ সময়, ঘরটিতে বেশ কিছু অস্ত্র তৈরির সরঞ্জামও পাওয়া যায়।

অপরদিকে, আটক ব্যক্তিদের বিষয়ে তথ্য যাচাই-বাছাইের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com