
কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ সূর্য্যনগর সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
গত কয়েক দিন ধরে এ কাজ চালিয়ে যাচ্ছে ভারতীয় কর্তৃপক্ষ। এ নিয়ে উভয় দেশের সীমান্তের বাসিন্দাদের মাঝে বিরাজ করছে ক্ষোভ ও আতঙ্ক।
বিজিবির দাবি, পূর্বের চুক্তি অনুসারে বিএসএফ কুমিল্লা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করছেন। নকশা বহির্ভূত কাজ করছেন কিনা সেই বিষয়ে সার্বক্ষনিক নজর ও টহল জোরদার জোরদার করেছে।
কুমিল্লা সীমান্তের দুটি অংশে গিয়ে দেখা গেছে- সীমান্তে ১০ বিজিবির সদস্যদের টহল বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে প্রবেশের সব রাস্তায় তল্লাশি করা হচ্ছে।
অপর দিকে ভারতীয় অংশেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর টহল বৃদ্ধি করা হয়েছে।
বিজিবির সদস্যরা বলেন, সিনিয়র কর্মকর্তারা ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি নিয়মিত মনিটর্রিং করছেন, আইন লঙ্ঘন করলে প্রতিবাদ করা হবে। নিরাপত্তার স্বার্থে সীমান্তে লোকজনের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
শাহাপুর গ্রামের একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, সীমান্তে বেড়া নির্মাণের পর থেকে আমরা আতঙ্কে রয়েছি। কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে ভারতীয়রাও আতঙ্কে আছেন। অবস্থানগত কারণে সীমান্তের উভয় দেশের লোকজনের দৈনন্দিন কাজ ও চলাফেরায় ভোগান্তিতে বাড়বে আমাদের।
সীমান্তের ওই পাশে আমাদের আত্মীয়ও রয়েছে। বেড়া নির্মাণের ফলে সবাই বন্দি হয়ে গেছি। সুখে-দুঃখে আর দেখা-সাক্ষাৎ ও কথা বলা যাবে না।
সদর দক্ষিণ উপজেলার সূর্য্যনগর সীমান্ত এলাকায় গিয়ে দেখা গেছে, সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ প্রায় শেষের দিকে। সেখানকার কয়েকজন বাসিন্দা বলেন, সীমান্তের ২০৮৫ নম্বর পিলারের কাছে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ওপর বিএসএফ বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন করেন। এতে সীমান্ত এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। কেউ জিরো পয়েন্টের দিকে গেলে অস্ত্র তাক করা হচ্ছে বলেও অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।
শাহপুর এলাকার বাসিন্দা এমরান হোসেন বলেন, ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ করছেন। বিষয়টি নিয়ে আমরা আপত্তি করলে এলাকার লোকজনকে হুমকি-ধমকি দেয় বিএসএফ। এতে ওই এলাকায় উত্তেজনা দেখা দিলে বিজিবি সদস্যরা টহল জোরদার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।’
কুমিল্লা ১০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে রেল লাইন নির্মাণ চুক্তির বিনিময় হিসেবে কুমিল্লা সীমান্তের একাধিক স্থানে আন্তর্জাতিক আইন মেনেই গত এক বছর ধরে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ করছেন। এ ক্ষেত্রে বিজিবি সব সময় সতর্ক অবস্থানে রয়েছে। যেখানে তারা নকশা বহির্ভূত কাজ করার চেষ্টা করছেন, সেখানেই বাধা দেওয়া হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘এখনো পর্যন্ত কুমিল্লা সীমান্ত শান্ত রয়েছে। বিজিবি সদস্যদের টহল জোরদার করা হয়েছে। আমরা আমাদের এক ইঞ্চি মাটিও তাদের দখলে যেতে দেবো না। সে বিষয়ে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।’