যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
প্রকাশিত

দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ হাতবোমা-ককটেল তৈরির বিস্ফোরক উদ্ধার করেছে রাজশাহীর চারঘাট উপজেলায় যৌথ বাহিনীর অভিযান চালিয়ে।

শুক্রবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এক বিজ্ঞপ্তি দিয়ে তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাতে জেলার চারঘাটের পাকিয়ানপাড়ায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, তিনটি ওয়ান শুটারগান, বিদেশি পিস্তলের একটি ম্যাগাজিন, আট রাউন্ড গুলি ও হাতবোমা তৈরির কাজে ব্যবহৃত প্রায় তিন কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, চরমপন্থি ও সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র লোকচক্ষুর আড়ালে পরিত্যক্ত অবস্থায় নদীর ধারে ফসলি জমিতে বস্তার ভেতরে ফেলে রেখে গিয়েছিল। এ তথ্যের পরিপ্রেক্ষিতে র‍্যাব-৫ ও সেনাবাহিনীর একটি দল এই অভিযান চালায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বর্তমান পরিস্থিতিকে আরও অশান্ত ও বিশৃঙ্খলাপূর্ণ করে তোলার লক্ষ্যে কিছু সন্ত্রাসী গ্রুপ সংগ্রহ করে রেখেছিল।

বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অভিযানের কারণে তারা এসব আগ্নেয়াস্ত্র পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া আগ্নেয়াস্ত্রসহ বিস্ফোরকদ্রব্য ও গুলি চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com