গরুচোর সন্দেহে গণপিটুনিতে ২ জন নিহত, আহত ৪

গরুচোর সন্দেহে গণপিটুনিতে ২ জন নিহত, আহত ৪
প্রকাশিত

গরুচোর সন্দেহে শেরপুরের নকলায় স্থানীয় জনতার গণপিটুনিতে মুসলিম উদ্দিন ও আমির হোসেন নামে ২ ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া আরও ৪জন গুরুতর আহত।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ নকলা এলাকার শেরপুর-ঢাকা মহাসড়কের পাশে ছয়জনকে দাঁড়িয়ে থাকতে দেখে গরুচোর বলে চিৎকার শুরু করেন স্থানীয়রা। স্থানীয় কয়েকশ লোক জড়ো হয়ে গরুচোর সন্দেহে গণপিটুনি শুরু করলে গুরুতর আহত হন তারা। খবর পেয়ে নকলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুসলিম উদ্দিন। বাকিদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

পরে গতকাল সোমবার বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমির হোসেন।

নিহত মুসলিম ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া এলাকার মইজ উদ্দিনের ছেলে ও আমির হোসেন নূর মোহাম্মদের ছেলে। এ ঘটনায় আহতরা হচ্ছেন, একই উপজেলার গোমড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে আজি রহমান, সুরুজ মিয়ার ছেলে রাজু মিয়া, আবুল হোসেনের ছেলে আয়নাল হক ও পার্শ্ববর্তী সন্ধ্যাকুড়া এলাকার মো. শাহজাদার ছেলে মো. সাদ্দাম।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, নিহত মুসলিম উদ্দিনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আমির হোসেন। সেখানেই তার ময়মনাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নকলা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com