টাঙ্গাইলে যৌথবাহিনীর অভিযানে খাদ্যবান্ধব কর্মসূচির ৩ টন চাল উদ্ধার

টাঙ্গাইলে যৌথবাহিনীর অভিযানে খাদ্যবান্ধব কর্মসূচির ৩ টন চাল উদ্ধার
প্রকাশিত

টাঙ্গাইলের মির্জাপুরে যৌথবাহিনীর অভিযানে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩ টন চাল উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার জামুর্কি বাজারের একটি দোকান থেকে এই চাল উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল মজুতের একটি দোকানে খবর পাওয়া যায়। এমনকি সেটা খোলা বাজারে বিক্রি হচ্ছে। পরে সেনাবাহিনী ও পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় খোলা বাজার ও দোকানে মজুত রাখা ২৯ শত কেজি (প্রায় ৩ টন) চাল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ বিষয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ফিরোজ আলম মোক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। উপজেলা খাদ্য কর্মকর্তার সহযোগিতায় তদন্ত কমিটি গঠন করা হবে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত এবং প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ, উপজেলা সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর, মির্জাপুর সেনা ক্যাম্পের কমান্ডার এবং মির্জাপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com