আমাদের ওপর প্রভুত্ববাদের চেষ্টা করলে চোখ উপড়ে ফেলবো: মামুনুল হক

আমাদের ওপর প্রভুত্ববাদের চেষ্টা করলে চোখ উপড়ে ফেলবো: মামুনুল হক

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের পাবলিক ক্লাব মাঠে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক।

প্রকাশিত

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, ‘কেউ বেশি শক্তি দিয়ে আমাদের ওপর প্রভুত্ববাদের চেষ্টা করলে চোখ উপড়ে ফেলবো। আমাদের পরিষ্কার কথা, বন্ধু সুলভ আচরণ করবেন বন্ধুত্বের প্রতিদান পাবেন। প্রভুত্ব করবার চেষ্টা করবেন, আমরা সে হাত ভেঙে গুঁড়িয়ে দিতে কালক্ষেপণ করবো না।’

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের পাবলিক ক্লাব মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


তিনি বলেন, ‘আমাদের কেউ দুর্বল ভাববেন না। যে দেশের মায়েরা আদর্শ সন্তানদের যুদ্ধে পাঠিয়েছেন, আধিপত্যের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রেরণা যুগিয়েছেন, সে জাতিকে কেউ থামিয়ে রাখতে পারবে না।’

মামুনুল হক আরও বলেন, ‘বিএনপি ও জামায়াতসহ সমস্ত শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়েও এই ফ্যাসিবাদ শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণ করতে পারে নাই। যেটা ছাত্ররা করে দেখিয়েছেন। ছাত্রদের ভয়ে ভারতে পালিয়েছেন তিনি। বাংলাদেশের এই আগস্টের বিপ্লবকে ইসলামবিরোধী ধারায় প্রচারিত করবার, প্রচলিত করবার বা জ্বালিয়ে দেয়ার চেষ্টা করা হলে রক্ত দিয়ে আমরা রুখে দাঁড়াবো।’


এ দেশের ইসলামপন্থীরা সংখ্যালঘুদের প্রতিটি স্থাপনা রক্ষায় আগের মতই ইসলামী দলগুলো ভূমিকা পালন করবে। যতদিন পর্যন্ত আমারা চূড়ান্ত গন্তব্যে পৌঁছাতে না পারবো, ততদিন সংগ্রাম চলবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com