
জাতীয় প্রেসক্লাবের মানিক মিয়া মিলনায়তনে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে আগামীকাল ৮ আগস্ট ২০২৫, শুক্রবার সকাল সাড়ে ১০.০০ ঘটিকায় অন্তবর্তীকালীন সরকারের ১ বছর, শ্রমিক আকাঙ্খা ও প্রাপ্তি শীর্ষক আলোচনার আয়োজন করা হয়েছে।
গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সভাপ্রধান ও শ্রম সংস্কার কমিশন ২০২৪ সদস্য তাসলিমা আখতার একটি লিখিত বক্তব্য উত্থাপন করবেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন- শ্রম সংস্কার কমিশন ২০২৪’র প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দীনা সিদ্দিকী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসান আশরাফ, নর্থ সাউথ বিশ্ববিদ্যারয়ের শিক্ষক নাভিন মুরশিদ, নাট্যকর্মী ঋতু সাত্তার, চলচ্ছিত্র নির্মাতা আকরাম খান ও শ্রম কমিশন সদস্য ও এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আবিদ, নারী সংহতির সাধারণ সম্পাদক অপরাজিতা দেব। শ্রমিক নেতৃবৃন্দর মধ্যে বক্তব্য রাখবেন মোহাম্মদ খোরশেদ আলম যুব বিষয়ক সম্পাদক জাতীয়তাবাদী শ্রমিক দল, মাজহারুল ইসলাম ফকির প্রধান সমন্বয়কারী এনসিপি শ্রমিক উইং, সাদেকুর রহমান শামীম সাধারণ সম্পাদক গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, শ্রমিক নেতা সুদীপ্ত শাহীন, নাজমা আক্তার, সুলতানা বেগম, সীমা দাস সিমু, রাজু আহমেদ, শামীম ইমামসহ প্রমুখ।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিজানুর রহীম চৌধুরী মতবিনিময়টি পরিচালনা করবেন।
উক্ত সমাবেশে আপনার প্রিন্ট/মিডিয়ার একজন আলোকচিত্রি, ক্যামেরা পার্সন, প্রতিনিধি প্রেরণের জন্য আহবান করছি।