
নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে ট্রাকচাপায় ভাই-বোনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে চরমটুয়া ইউনিয়নের ইসলামীয়া সড়কের বৈকণ্ঠপুর বাজারের পশ্চিম পাশে ভূঞা বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু দুটি হলেন, সাদ্দাম হোসেনের মেয়ে আসমা বেগম (৬) এবং আবুল কালামের ছেলে মো. আরাফাত (৫)। তারা স্থানীয় কোয়ালিটি অ্যাডুকেশন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আবুল কালাম তার ছেলে আরাফাত ও শ্যালকের মেয়ে আসমাকে সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছিলেন। সাইকেলটি বৈকণ্ঠপুর বাজারের কাছে পৌঁছালে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয় এবং আবুল কালাম গুরুতর আহত হন। তাকে স্থানীয় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে সুধারম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল ইসলাম জানান, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এ দুর্ঘটনার পর এলাকাবাসী শোকস্তব্ধ, এবং প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বিচার ও যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।