বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ভোলার পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।
ডিআইজি বলেন, ‘সাংবাদিক, সুশীল সমাজ ও জনগণকে নিয়ে বিভাজনমুক্ত ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করব। আমাদের একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য; ছাত্র-জনতার আন্দোলনের যে আকাঙ্ক্ষা তার পূর্ণ বাস্তবায়ন করা।’
আসন্ন দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, ‘এবার দুর্গোৎসব ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হবে। আপনারা বাংলাদেশের গর্বিত নাগরিক। সংখ্যালঘু বলতে কিছু নেই। সবাই বাংলাদেশের নাগরিক।’
সভায় গণমাধ্যমকর্মীরা মাদক, নদীর আইন শৃঙ্খলা, পুলিশের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরেন। ডিআইজি সাংবাদিকদের অভিযোগ ও সুপারিশ শুনে কিছু কিছু বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেন। এছাড়া আগামী দিনে থানা পুলিশ ঘুষ ও দুর্নীতিমুক্ত হয়ে আইনের শাসন প্রতিষ্ঠায় যথাযথভাবে কাজ করবেন বলেও আশ্বাস দেন।
সভায় সভাপতিত্ব করেন ভোলার পুলিশ সুপার মো. শরীফুল হক। এছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।