জামালপুরে আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য আটক

জামালপুরে আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য আটক
প্রকাশিত

জামালপুরের শরিফপুর ইউনিয়নে চুরির প্রস্তুতিকালে আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। আটককৃতরা হলেন- স্বরণ, মোখলেছ, সোহেল, আপন, কাজলী ও সাদেক।

রোববার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে ইউনিয়নটির পিঙ্গলহাটী এলাকা থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, গত রাতে অপরিচিত ৫ জনকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে তাদের আটক করে। এ সময় খবর পেয়ে তাদের ছাড়াতে আসেন কাজলী নামে এক নারী। তাকেও আটক করে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের থানায় নিয়ে যায়। এ সময় তাদের ব্যবহৃত একটি সাদা রঙের মাইক্রোবাস জব্দ করা হয়।

প্রসঙ্গত, গত চার মাসে ওই ইউনিয়ন থেকে অন্তত ৯টি গরু চুরির ঘটনা ঘটেছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com