
রাজধানীর মিরপুরের রূপনগরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে লাগা আগুন সাড়ে তিন ঘণ্টার বেশি সময় পার হলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি। এই ঘটনায় এখন পর্যন্ত ৯ জন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৩টা ২২ মিনিটে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন জানান, আগুনের তীব্রতা কিছুটা কমলেও প্রচণ্ড ধোঁয়ার কারণে নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। আগুন মূলত দুটি স্থাপনায় লেগেছে—একটি কাপড়ের গোডাউন ও অন্যটি কেমিক্যাল গোডাউন।
এর আগে সকাল ১১টা ৪০ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে অতিরিক্ত ইউনিট পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন একাধিক স্থাপনায় ছড়িয়ে পড়েছে এবং আশপাশের কারখানাগুলোতেও প্রভাব ফেলেছে। প্রচণ্ড ধোঁয়া ও তাপের কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো গোডাউনের ভেতরে প্রবেশ করতে পারেননি। তারা নির্দিষ্ট দূরত্ব থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন।
রূপনগর থানার পুলিশ জানায়, ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে কাজ করছেন। আগুন নিয়ন্ত্রণে সহায়তা ও এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে যৌথভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।