
কক্সবাজারের টেকনাফে একটি পার্কের পুকুরে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হলো হ্যান্ড গ্রেনেড, ডেটোনেটর, রাইফেল ও পিস্তলের গুলি।
শনিবার (৩১ মে) সকালে টেকনাফের দমদমিয়াস্থ নেচার পার্কে এক অভিযান এসব উদ্ধার হয় বলে জানিয়েছে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে শনিবার সকালে টেকনাফের নেচার পার্কে যৌথ অভিযান চালায় কোস্টগার্ড ও পুলিশ। অভিযানে নেচার পার্কের ভেতরে একটি পুকুরে ঘণ্টাব্যাপী তল্লাশি চালানো হয়। তল্লাশিতে পুকুরে অভিনব কায়দায় ডুবন্ত অবস্থায় একটি বস্তা শনাক্ত করা হয়।
পরবর্তীতে বস্তার ভেতরে পাওয়া যায় ১০ টি হ্যান্ড গ্রেনেড, ১০টি হ্যান্ড গ্রেনেডের ডেটোনেটর, পুকুর পাড়ে বিক্ষিপ্ত অবস্থায় পরে থাকা ২৭ রাউন্ড রাইফেলের গুলি ও ২ রাউন্ড পিস্তলের গুলি এবং ২ লিটার দেশীয় বাংলা মদ। ঘটনাস্থলে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অপরাধীরা, যার কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বিস্ফোরক, গুলি ও মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে।
অবৈধ বিষ্ফোরক ও মাদকদ্রব্য পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।