ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১২টি দোকান

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১২টি দোকান
প্রকাশিত

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার রাত ৮টার দিকে শ্যামল কুমার মোদকের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

জানা যায়, বহরপুর বাজারের শ্যামল কুমারের মুদি দোকান থেকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

পরে পার্শ্ববর্তী মো. আশরাফুল হোসেন লুলুর গার্মেন্টস কাপড়ের দোকান, তারেক বিশ্বাসের হোটেল,আফজাল হোসেনের আলুর আড়ত, মো. সাইদুল মোল্লার কাঁচা তরকারির আড়ত, মজিদ মণ্ডলের মুদিখানা ও আড়ত, হারেজের কাঁচামালের আড়ত, কালুর মাছের আড়ত, আবুল কালাম আজাদের মুদিখানা দোকান, সেলিম বিশ্বাসের সাইকেল পার্টস দোকান, সুশান্ত শিকদারের খাবার হোটেল, পলাশ শেখের কাঁচামালের আড়ত আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

এক ঘণ্টার প্রচেষ্টায় বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

মুদিখানা দোকানি আবুল কালাম আজাদ বলেন, আমার কয়েকটি গোডাউনে আনুমানিক ৪০ লাখ টাকার মালামাল ছিল এবং ক্যাশে নগদ ৯৬ হাজার টাকা ছিল। ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে পেরেছি। আমার ১৫ লাখ টাকার ব্যাংক লোন রয়েছে। এখন আমি কীভাবে লোন শোধ করব।

বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ সৈয়দ শরাফত আলী তুহিন বলেন, বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে তাৎক্ষণিক উপস্থিত হয়ে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে ব্যবসায়ীদের আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com