সীমান্তে ১১ বাংলাদেশিকে পুশইন বিএসএফের

সীমান্তে ১১ বাংলাদেশিকে পুশইন বিএসএফের
প্রকাশিত

রাতের আঁধারে ফেনী সীমান্তে নারী-শিশুসহ ১১ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ।

বুধবার (১৮ জুন) রাতে ছাগলনাইয়ার যশপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

এদের মধ্যে একজন পুরুষ, ৭ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। আটককৃত ব্যক্তিরা যশোর, নড়াইল ও সাতক্ষীরা জেলার বাসিন্দা।

ফেনী বিজিবি জানায়, রাত ২টার দিকে ছাগলনাইয়া উপজেলার যশপুর বিওপির মটুয়া ২১৯১ পিলার দিয়ে ১১ জনকে বৈরী আবহাওয়ার সুযোগে বাংলাদেশে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এসময় নারী ও শিশুসহ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের বাড়ি যশোর, নড়াইল ও সাতক্ষীরা জেলায়। তারা বাসা বাড়ি ও বিভিন্ন কাজের উদ্দেশে চোরাইভাবে দালালের মাধ্যমে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করে। আটককৃতদের ছাগলনাইয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ফেনী-৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে। স্থানীয় প্রশাসন কর্তৃক উদ্ধারকৃত বাংলাদেশি নাগরিকদের পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com