কুড়িগ্রামে হিন্দু দুই বোনের ইসলাম ধর্ম গ্রহণ প্রসঙ্গে

কুড়িগ্রামে হিন্দু দুই বোনের ইসলাম ধর্ম গ্রহণ প্রসঙ্গে
প্রকাশিত

কুড়িগ্রাম জেলার রাজারহাট থানাধীন ফেডারেশন বাজার, পান্থাপাড়া গ্রামের সহোদর বোন স্নিগ্ধা রানী (২৪) ও পূর্ণিমা রানী (১৮) গত ১৬ সেপ্টেম্বর নিজ বাড়ি থেকে কলেজে যাওয়ার পর নিখোঁজ হন। এ সংক্রান্তে তাদের পিতা ওই দিন রাজারহাট থানায় একটি নিখোঁজ জিডি করেন।

পরে ভিকটিমদের একজন তার ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দেন তারা দুই বোন হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছেন।

গতকাল মঙ্গলবার তাদের পিতা স্থানীয় পুলিশকে জানান, নিখোঁজ দুই বোন নাগেশ্বরী থানার ফেরদৌস হুজুরের বাড়িতে অবস্থান করছেন। রাজারহাট থানা পুলিশ মহিলা পুলিশসহ ওই বাড়িতে যান। এরপর মহিলা পুলিশ সদস্যরা বাড়ি তল্লাশি করেন। কিন্তু দুই বোনকে ওই বাড়িতে পাওয়া যায়নি।

এ নিয়ে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com