
গরু চোরাচালানিদের তাড়া করতে গিয়ে পথ ভুলে ভারতে ঢোকা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
গতকাল শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়ণপুর ইউপির জোহরপুর টেক সীমান্তে এ ঘটনা ঘটে।
তথ্যটি নিশ্চিত করে বিজিবির রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল ইমরান ইবনে আবদুর রউফ গণমাধ্যমকে বলেন, দুজন মহিষ চোরাচালানকারীকে ধাওয়া করতে গিয়ে শুক্রবার দিবাগত ভোররাতে ভুল করে ভারতে ঢুকে পড়েন বিজিবির এক সদস্য। পরে ভারতের পিরোজপুর সীমান্ত ফাঁড়ির বিএসএফের কাছে গিয়ে ঘটনাটি জানান।
সন্ধ্যায় বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে বৈঠকের পর ওই বিজিবি সদস্যকে ফেরত দেয় বিএসএফ। তাঁরা বিজিবি সদস্যকে খাবার পরিবেশনসহ তাঁর সঙ্গে সম্মানজনক আচরণ করেছেন।
কর্নেল ইমরান ইবনে আবদুর রউফ জানান, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে জনতার হাতে আটক এক বিএসএফ সদস্যকে ফেরত দিয়েছিল বিজিবি।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ গণমাধ্যমকে বলেন, গতকাল রাত সাড়ে আটটার দিকে জোহরপুর টেক সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক শরু হয়। রাত পৌনে ১০টার দিকে বিজিবি সদস্যকে ফেরত দেওয়া হয়।
তিনি জানান, শুক্রবার দিবাগত ভোররাতে চোরাচালানিদের ধাওয়া করতে গিয়ে ভারতে ঢুকে পড়েন জোহরপুর টেক সীমান্ত ফাঁড়ির ওই বিজিবি সদস্য। দীর্ঘ সময় ভারত সীমান্তের কাশবনে হারিয়ে থাকার পর গতকাল বিকেলে বিএসএফের পিরোজপুর সীমান্ত ফাঁড়িতে গিয়ে ঘটনাটি জানান।