সিলেটের সীমান্তে অভিযান চালিয়ে পৌনে ১ কোটি টাকার চিনি-চা পাতা জব্দ করেছে বিজিবি।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সিলেটের গোয়াইনঘাটের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত হতে অবৈধভাবে আসা চিনি ও চা পাতার ওই বড় চালানটি জব্দ করে বাংলাদেশ বর্ডার গার্ড-৪৮ ব্যাটালিয়ন।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৪৩ হাজার ৫৫০ কেজি চিনি ও এক হাজার ৫৪৮ কেজি চা পাতা। জব্দ করা চিনি ও চা পাতার বাজার মূল্য প্রায় ৭৪ লাখ ৬১ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি-৪৮ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এমন অভিযান অব্যাহত থাকবে। চোরাচালান রোধে ও চোরাকারবারিদের ধরতে সীমান্ত এলাকায় বিজিবির কড়া নজরদারি রয়েছে।