যৌথবাহিনীর অভিযান পরিচালনা করার সময় নিহত লে. তানজিম সরোয়ার

চকরিয়ায় নির্মম সন্ত্রাসী হামলার শিকার হয়ে নিহত হয়েছেন সেনা কর্মকর্তা লেফট্যানেন্ট তানজিম সরোয়ার নির্জন।
যৌথবাহিনীর অভিযান পরিচালনা করার সময় নিহত লে. তানজিম সরোয়ার

লেফট্যানেন্ট তানজিম সরোয়ার নির্জন। ছবি : সংগৃহীত

প্রকাশিত

যৌথবাহিনীর অভিযানে দায়িত্ব পালনকালে এমন নির্মম হামলার শিকার হয়ে প্রান গেছেন তার।

জানা গেছে, অস্ত্র সহ কিছু সন্ত্রাসীর খবর পেয়ে অভিযানে যায় যৌথবাহিনী। সেখানেই লেঃ তানজিম সরোয়ার এর গলায় ও চোখে ছুরি দিয়ে আঘাত করে দুর্বৃত্বরা।

এতে গলার গভীর আঘাত পাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয় তার। ফলে, সিএমএইচ পৌঁছানোর পূর্বেই মারা যান তিনি।

আজ আনুমানিক রাত ০২:৩০ ঘটিকায় চকরিয়া উপজেলার ডুলা-হাজারা ইউনিয়ন এলাকায় ৩৯ এসটি ব্যাটালিয়ন এর মেজর মোঃ উজ্জ্বল এর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান পরিচালনা করছিলেন তিনি। এক পর্যায়ে লেফট্যানেন্ট তানজিম সরোয়ার সহ কিছু সেনা সদস্য সন্ত্রাসীদের দিকে এগিয়ে গেলে গুলি ছুঁড়তে শুরু করে সন্ত্রাসীরা। এসময় লেফট্যানেন্ট সরোয়ারের গায়ে একটি গুলি লাগে।

তবে, উপস্থিত সন্ত্রাসীরা তাকে টেনে নিয়ে নিয়ে গলায় ও চোখে ছুরি দিয়ে আঘাত করে। রাতের অন্ধকারে তাদের শনাক্ত করতেও সক্ষম হয়নি সেনা সদস্যরা। অবশ্য সেখানে ১ জনকে আটক করতে সক্ষম হয় সেনাবাহিনী।

গুরুতর আহত অবস্থায় লেফট্যানেন্ট তানজিমকে ফাসিয়াখালি আর্মি ক্যাম্পে এবং পরবর্তীতে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে রামু সিএমএইচ পাঠানো হয়।

তবে সেখানে পৌঁছানোর পূর্বেই মারা যান লেফট্যানেন্ট তানজিম সরোয়ার নির্জন। জানা গেছে এ ঘটনার এ পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে।

লে. তানজিম ছিলেন পাবনা ক্যাডেট কলেজের ৩৬তম ব্যাচের শিক্ষার্থী ছিল।

৮২ বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে সেনা বাহিনীতে যোগদান করেছিলেন তিনি। কর্মক্ষেত্রে সাহসী নেতৃত্বের পাশাপাশি দেশের প্রতি গভীর ভালোবাসা ছিল তার।

তবে, শেষ পর্যন্ত দেশের জন্য দায়িত্ব পালনরত অবস্থায় সন্ত্রাসী হামলায় নিজের জীবন বিসর্জন দিতে হল তাকে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com