ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

প্রকাশিত

টাঙ্গাইলের কালিহাতিতে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যক্ষ নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে ৬ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ২ ঘণ্টা বাগুটিয়া বাসস্ট্যান্ডের সামনে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন তারা।


শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কলেজে অধ্যক্ষ না থাকায় কলেজের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে শিক্ষার মানেও। দীর্ঘদিন ধরে এই সমস্যা সমাধানের আশ্বাস পেলেও তা বাস্তবায়িত হয়নি। ফলে বাধ্য হয়েই তারা এই অবরোধের পথ বেছে নিয়েছেন। যতক্ষণ পর্যন্ত স্থায়ী অধ্যক্ষ নিয়োগ করা না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তারা।

এ দিকে শিক্ষার্থীদের সড়ক অবরোধে সড়কের উভয় পাশে প্রায় ৬ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন।


এ নিয়ে বিটেকের কনফারেন্স রুমে শিক্ষার্থীদের ১০ সদস্যের  প্রতিনিধি দলের সঙ্গে এক ঘণ্টার বৈঠক করেন কালিহাতী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক এবং কালিহাতী থানার অফিসার ইনচার্জ আবুল কালাম। 

এ সময় সেখানে প্রতিনিধি দলের মধ্যে ছিলেন: মিসবাহ উল হক, মাসুদ সিকদার, সোহাইবুল ইসলাম, আব্দুল মাতিন, আব্দুলাহ আল মামুন, আশরাফুল ইসলাম, মেহদী হাসান, উম্মে জাহান, দিলরোবা। বৈঠকে শিক্ষার্থীদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত অধ্যক্ষ নিয়োগের প্রতিশ্রুতি দেয়া হয়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com