সীমান্তে নারী-শিশুসহ ৩২ জনকে বিএসএফের পুশ ইন

সীমান্তে নারী-শিশুসহ ৩২ জনকে বিএসএফের পুশ ইন
প্রকাশিত

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে ২২ জন নারী, ১ জন শিশু ও ৯ জন পুরুষ রয়েছেন।

মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাতে জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুর ও ভারতের মেঘালয় রাজ্যের বাঘমারা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো পুশ‌ ইন করা হয়।

৩১ বিজিবির সহকারী পরিচালক মো. আওয়াল হোসেন (কোয়ার্টার মাস্টার) সাংবাদিকদের বলেন, ভারতের মেঘালয় থেকে ফিরিয়ে দেওয়া এসব ব্যক্তির মধ্যে ২২ জন নারী, ১ জন শিশু ও ৯ জন পুরুষ রয়েছেন।

গতরাত আনুমানিক ৩টার দিকে বিজয়পুর সীমান্তের ১১৪৮ থেকে ১১৪৯ নম্বর পিলারের মধ্যবর্তী স্থান থেকে তাদেরকে উদ্ধার করে বিজয়পুর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা। ভারতের মেঘালয়ের বাগমারা বিএসএফ ক্যাম্পের ২০০ বিএসএফের সদস্যরা তাদেরকে পুশ‌ ইন করে।

তিনি আরও বলেন, তারা বিভিন্ন সময়ে কেউ ৫ বছর, কেউ ১০ বছর আগে কাজের সন্ধানে শ্রমিক হিসেবে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিলেন। বর্তমান পরিস্থিতিতে বিএসএফ তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ‌ ইন করেছে। বর্তমানে তারা বিজয়পুর সীমান্ত এলাকায় জেলা পরিষদ ডাকবাংলোতে বিজিবির নিরাপত্তায় রয়েছে। বর্তমানে তাদেরকে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাদের নাম-ঠিকানা যাচাই শেষে তাদেরকে থানায় হস্তান্তর করা হবে।

পুশ ইন হওয়া ব্যক্তিদের মধ্যে নড়াইল জেলার ১১ জন, খুলনার ৫ জন, বাগেরহাটের ৩ জন, সাতক্ষীরার ৩ জন, যশোরের ৩ জন, ঢাকার কেরানিগঞ্জের ২ জন, টাঙ্গাইলের ১ জন, জামালপুরের ১ জন, শেরপুরের ১ জন, দিনাজপুরের ১ জন, ও ব্রাহ্মণবাড়িয়ার ১ জন রয়েছেন।

পুশ ইন হওয়া ব্যক্তিরা হলেন, মোসা. সাবিনা বেগম (৩৫), মোসা. হাসনা খাতুন (২৫), মোসা. টুম্পা খাতুন (২২), মোসা. পরভিনা শেখ (৩০), মোসা. মাহমুদা বেগম (২৮), মো. রমজান আলী (১৮), মো. জাকারিয়া (৩০), মো. মনঞ্জুরুল ইসলাম (৩৭), মো. শাকিল ইজাদ্দার (২২), মোসা. সোনিয়া (১৯), হালিমা ইজ্জাদার (০২), মোসা. তানিয়া খাতুন (২৬), মোসা. কবিতা খাতুন (২০), মোসা. এলিনা বেগম (৩০), মোসা. রেখা খাতুন (২৬), মোসা. সায়েরা খাতুন (৩০), নুর ইসলাম সরদার (৪২), আলম সরদার (১৮), মাসুদ সরদার (৯), মরিয়ম (১২), নাসরিন বেগম (৩২), জাহানারা বেগম (৪০), আসমা খাতুন (২৮), ইভা শেখ (১৮), জুথি আক্তার (১৭), মিরাজ গাজী (২৩), রোজিনা বানু (৩৫), ছামিরা গাজি (১৪), ফাতেমা (২৫), রিতা আক্তার (২১), সিরাজ গাজি (২২), ফনুফা (২০)।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com