ভারতে অবৈধ পথে অনুপ্রবেশের চেষ্টা, দালালসহ ৩ বাংলাদেশি আটক

ভারতে অবৈধ পথে অনুপ্রবেশের চেষ্টা, দালালসহ ৩ বাংলাদেশি আটক
প্রকাশিত

পঞ্চগড় সীমান্ত অতিক্রম করে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় এক দালালসহ ৩ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা।

শুক্রবার রাতে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মুহুরীজোত সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ঠাকুরগাঁও জেলা সদরের আলমপুর গ্রামের মৃত নীলমোহন রায়ের ছেলে শ্রী নিতাই চন্দ্র রায় ও তার মেয়ে শ্রী ভূমি রানী ওরফে শ্রেয়া।

একই সময় তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের শিবচন্ডি গ্রামের মকবুল হোসেনের ছেলে সাদ্দাম হোসেন নামে এক দালালকে আটক করা হয়।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটলিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের মাগুরমারী বিওপির একটি চৌকষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পঞ্চগড় সদর উপজেলার মাগুরমারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৪২/৯-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুহুরীজোত সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় তাদের আটক করে।

বিওপিতে আটককৃত দালালকে জিজ্ঞাসাবাদে জানায় যে, ৩০ হাজার টাকার বিনিময়ে তাদের বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সহায়তা করে। তবে অভিযানের সময় দালাল চক্রের আরো ৮ জন সদস্য বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পলাতক ৮ জন দালাল চক্রের সদস্যকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে, এবং আটককৃতদের পঞ্চগড় সদর থানায় সোপর্দ করা হয়েছে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে আরো জানানো হয়, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা ও চোরাচালান, অবৈধ মাদক রোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এরি প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে দালালসহ তাদের আটক করা হয়। তবে আটককৃতরা কি কারণে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করছিল তা জানা যায়নি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com