ঢাকা শহরের সড়ক থেকে ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর ধানমন্ডি-৩২, পান্থপথ ও রাসেল স্কয়ারসহ বিভিন্ন স্থানে সড়ক থেকে ব্যাটারিচালিত অটোরিশা সরিয়ে নেওয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির রমনা ট্রাফিক বিভাগের সার্জেন্ট মোহাম্মদ ফরহাদ বলেন, প্রধান সড়কে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নগরীর রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করায় গত কয়েকদিন ধরে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, 'আমরা প্রথমে তাদের প্রধান সড়কে চলাচল না করতে অনুরোধ করছি। তারা যদি আমাদের অনুরোধ না শুনে, আমরা রিকশা জব্দ করব।'
ডিএমপির ট্রাফিক বিভাগের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পথচারী ও নগরবাসী।
ধানমন্ডির বাসিন্দা তাহমিনা তৃষা বলেন, প্রধান সড়কগুলো ব্যাটারিচালিত রিকশামুক্ত করতে হবে।
তিনি বলেন, 'পুলিশকে ধন্যবাদ জানাই, অবশেষে তারা ব্যবস্থা নিয়েছে।'
এদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইসিবি চত্বর, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চলছিল।
উল্লেখ্য, চলতি বছরের ১৫ মে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) উপদেষ্টা পরিষদ থেকে ঢাকার সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের পর পুলিশ ব্যাটারিচালিত রিকশা আটক করা শুরু করে। পরবর্তীতে ১৯ মে শত শত ব্যাটারিচালিত রিকশাচালক এই আটকের প্রতিবাদে রাজধানীর মিরপুর-১০ মোড়ে অবরোধ করেন। মিরপুরের কালশী মোড়ে বাস ভাঙচুর ও পুলিশ বক্সে আগুন দেন তারা।
এর জেরে গত ২০ মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দেন।
এদিকে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ব্যাটারিচালিত রিকশাকে 'বৈষম্যমূলক' আখ্যা দিয়ে এ বাহন নিষিদ্ধ করার দাবিতে ২৬ আগস্ট শত শত প্যাডেল রিকশাচালক রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন।