মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে নিজ বাসা থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পল্টন থানা পুলিশ।
স্ত্রী–সন্তান নিয়ে চামেলীবাগের ২৩ নম্বর বাড়িতে থাকতেন সীমান্ত খোকন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নে। ঘটনার সময় পরিবারের সদস্যরা বাসায় ছিলেন। তবে সবার অগোচরে তিনি গলায় ফাঁস দেন বলে জানা গেছে।
পল্টন থানার ওসি নাসিরুল আমীন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। পরিবার এখন পর্যন্ত কোনো অভিযোগ করেননি।
তিনি জানান, সকাল থেকে সীমান্ত খোকনের রুমের দরজা বন্ধ ছিল। দুপুর দেড়টার দিকে পরিবারের সদস্যরা চাবি দিয়ে রুমে প্রবেশ করে দেখেন তিনি ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নিয়েছেন। পরে পুলিশকে জানালে বিকেল সাড়ে তিনটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ছিলেন সীমান্ত খোকন।