
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষের ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ জনে।
আজ বুধবার (২৩ জুলাই) সকাল দশটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জাহিদুল ইসলাম, তার স্ত্রী শেলি, আঞ্জুমান আরা, আন্নি, লিমা, আনু বেগম, সীমা খাতুন ও মাইক্রোবাস চালক শাহাবুদ্দিন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ থেকে মাইক্রোবাসে করে সিরাজগঞ্জে রোগী দেখতে যাচ্ছিল কয়েকজন। পথিমধ্যে মাইক্রোবাসটি আইরমাড়ি ব্রীজ একাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকে সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার নারীসহ পাঁচজন নিহত হন।
তারা আরও জানান, মাইক্রোবাসে থাকা অপর তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের মৃত্যু হয়। অপর দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল তিনটার দিকে তাদের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, নিহতদের মধ্যে ৬ জনের মরদেহ থানায় রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।