বুধবার (১১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
এতে বলা হয়, কুমিল্লার বুড়িচং সীমান্ত দিয়ে ভারতে ইলিশ পাচারের চেষ্টা চলছিল। এসময় ৬২০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
এদিকে, গত ১১ আগস্ট মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘দেশবাসী ইলিশ পাবে না, আর বিদেশে রফতানি হবে, এটা হতে পারে না। আগে দেশকে গুরুত্ব দিতে হবে। এরপর রফতানি করা হবে।’
রফতানি বন্ধের এই ঘোষণার পরেও দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে ইলিশ পাচারের চেষ্টা চলছে।