ভারতে পাচারকালে বুড়িচং সীমান্তে ৬২০ কেজি ইলিশ জব্দ

কুমিল্লার বুড়িচং সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ইলিশ মাছ জব্দ করেছেন বিজিবি সদস্যরা।
ভারতে পাচারকালে বুড়িচং সীমান্তে ৬২০ কেজি ইলিশ জব্দ

ইলিশ। ফাইল ছবি

প্রকাশিত

বুধবার (১১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

এতে বলা হয়, কুমিল্লার বুড়িচং সীমান্ত দিয়ে ভারতে ইলিশ পাচারের চেষ্টা চলছিল। এসময় ৬২০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

এদিকে, গত ১১ আগস্ট মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘দেশবাসী ইলিশ পাবে না, আর বিদেশে রফতানি হবে, এটা হতে পারে না। আগে দেশকে গুরুত্ব দিতে হবে। এরপর রফতানি করা হবে।’

রফতানি বন্ধের এই ঘোষণার পরেও দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে ইলিশ পাচারের চেষ্টা চলছে। 

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com