অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে আখাউড়ায় দুই বাংলাদেশি আটক

অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে আখাউড়ায় দুই বাংলাদেশি আটক

দালালের মাধ্যমে তারা অবৈধভাবে ভারতে থেকে বাংলাদেশে ঢুকেছিল।

প্রকাশিত

ব্রাহ্মণবাড়িযার আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে নিজ দেশে ফেরার পথে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আটক হওয়া ওই দুজনকে আখাউড়া থানায় সোপর্দ করা হয়।

আটকৃতরা হলেন, নাসিরনগর উপজেলার দক্ষিণ সিংহগ্রামের নগেন্দ্র ভৌমিকের ছেলে নরেন্দ্র ভৌমিক (৫০) ও নারায়ণ ভৌমিকের ছেলে বিশ্বজিৎ ভৌমিক (২৫)। প্রায় এক মাস আগে তারা হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সীমান্তে দায়িত্বরত বিজিবি টহলরত অবস্থায় ওই দু’জনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, আগরতলার লঙ্কামোড়া এলাকার সমীর নামে একজনকে ১২ হাজার ও আখাউড়ার আব্দুল্লাহপুরের শামস্ ভূঁইয়ার ছেলে মো. আরিফকে দুই হাজার টাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসে। এর আগে তারা চিকিৎসার জন্য অবৈধভাবে ভারতে যায়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com