ভালবাসা দিবসে স্কুলছাত্রী ধর্ষণ, লজ্জায় মায়ের বিষপান

ভালবাসা দিবসে স্কুলছাত্রী ধর্ষণ, লজ্জায় মায়ের বিষপান
প্রকাশিত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ভালবাসা দিবসে নবম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় লজ্জা ও মানসিক চাপে ভুগে মেয়েটির মা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসে বন্ধু-বান্ধবীর সাথে শেরপুরের গজনী অবকাশ পিকনিক স্পটে বেড়াতে গেলে স্থানীয় এক বখাটে যুবক ইয়াসিন মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি ধামাচাপা দিতে অভিযুক্তের প্রভাবশালী পরিবার ভুক্তভোগীর পরিবারের ওপর চাপ প্রয়োগ করে মামলা না করার জন্য।

১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়েটির মা লোকলজ্জার ভয়ে বিষপান করেন। তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে শেরপুর সদর হাসপাতালে পাঠানো হলে তার অবস্থার অবনতি হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

ঝিনাইগাতী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল-আমীন ঘটনাটি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীকে নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে এবং তার মায়ের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইয়াসিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

এই ঘটনায় স্থানীয় সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। অনেকেই দাবি করছেন, অপরাধীর দ্রুত বিচার এবং ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com