যাত্রীর সাবান-শ্যাম্পু হাতিয়ে বরখাস্ত বিমানবন্দরের ৩ কর্মকর্তা

যাত্রীর সাবান-শ্যাম্পু হাতিয়ে বরখাস্ত বিমানবন্দরের ৩ কর্মকর্তা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে

প্রকাশিত

যাত্রী সেবা প্রদানকালে অসদাচরণ করার অভিযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা কাস্টম হাউজ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা কাস্টম হাউজ সূত্রে এসব তথ্য জানা গেছে।

অভিযুক্তরা হলেন- সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আজিজুল হক, শিমুল চৌধুরী ও মো. আল আমিন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

সূত্র জানায়, দুবাইফেরত এক যাত্রীর ব্যাগ চেকিংয়ের নামে অযথা হয়রানির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তারা দায়িত্ব পালনকালে ব্যাগ খুলে চকোলেট, সাবান, শ্যাম্পু ও দুধসহ বিভিন্ন পণ্য হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে শাস্তি হিসেবে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com