টেকনাফে পাহাড়ের চূড়া থেকে শিশুসহ অপহৃত ১৫ জন উদ্ধার, আটক ২

টেকনাফে পাহাড়ের চূড়া থেকে শিশুসহ অপহৃত ১৫ জন উদ্ধার, আটক ২
প্রকাশিত

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে ছয় শিশুসহ অপহৃত ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

শুক্রবার দুপুর দেড়টায় বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকার গহিন পাহাড়ের চূড়া থেকে তাদের উদ্ধার করা হয়।

কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, উদ্ধার হওয়াদের মধ্যে ৫ জন বাংলাদেশি নাগরিক এবং ১০ জন রোহিঙ্গা। আটকরা হলেন মো. হারুন ও নুর মোহাম্মদ।

তিনি জানান, আটক ব্যক্তিরা সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য। তারা প্রলোভন দেখিয়ে অপহৃতদের পাহাড়ের চূড়ায় নিয়ে আটকে রাখে এবং তাদের স্বজনদের কাছ থেকে মুক্তিপণ দাবি করে। অপহৃতদের ১৬-১৭ দিন ধরে আটক রাখা হয়েছিল।

পুলিশ সুপার আরও জানান, এই চক্র দীর্ঘদিন ধরে বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের অপরাধ চালিয়ে আসছে। টেকনাফের পাহাড়ি এলাকায় অপহরণ ও মানবপাচার প্রতিরোধে বিশেষ অভিযান চলছে।

এ ধরনের অপরাধ নির্মূল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। টেকনাফের পাহাড়ে অপহরণ ও মানবপাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com