ঢাবির হলে যুবককে পিটিয়ে হত্যা, ২ ছাত্র আটক

ঢাবির হলে যুবককে পিটিয়ে হত্যা, ২ ছাত্র আটক

আটক সুমন ও জালাল।

প্রকাশিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল নামের এক যুবককে পিটিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে দুই ছাত্রকে আটক করে শাহবাগ থানায় দিয়েছে বিশ্বিবদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার ৪টা ২০ মিনিটে তাদেরকে আটক থানায় হস্তান্তর করে ঢাবি প্রক্টরিয়াল টিম।

আটক দুজন হলেন জালাল ও সুমন। তারা দুজনেই ফজলুল হক মুসলিম হলের আবাসিক ছাত্র। জালাল ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র, আর সুমন ২০২১-২২ শিক্ষাবর্ষের মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের ছাত্র।

প্রক্টরিয়াল টিমের সদস্যরা জানান, জালাল ও সুমন নামে দুই শিক্ষার্থীকে আটক করে শাহবাগ থানায় রেখে এসেছেন তারা। আটকদেরকে মামলায় গ্রেপ্তার দেখিয়েছে কি না, তা তারা জানেন না বলে জানান।  

আটকের সময় হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকরা উপস্থিত থাকলেও তারা কেউ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। 

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com