খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএসের মধ্যে ব্যাপক গোলাগুলি

খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএসের মধ্যে ব্যাপক গোলাগুলি
প্রকাশিত

খাগড়াছড়ির পানছড়িতে পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।

রোববার (২৭ জুলাই) দুপুরে পানছড়ির দুর্গম তারাবন নামক এলাকায় এই ঘটনা ঘটে।

মূলত এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রসীত খীসার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও সন্তু লারমার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত সংগঠন দুটির পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

পানছড়ি থানার ওসি জসিম উদ্দিন জানান, গোলাগুলির খবর শুনেছি। তবে কাদের মধ্যে গোলাগুলি হয়েছে তা নিশ্চিত নই আমি।

প্রসঙ্গত, শুক্রবার (২৫ জুলাই) রাতে দীঘিনালার দুর্গম নারাইছড়ি এলাকায় ইউপিডিএফ-জেএসএসের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। উভয়ের মধ্যে প্রায় ২৫০ রাউন্ড গুলিবিনিময় হয় বলে জানা যায়। এতে চারজন নিহত হওয়ার খবর শোনা গেলেও কোনো পক্ষই তা নিশ্চিত করেনি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com