আমার বাড়ি ভাঙলে যদি দেশের মঙ্গল হয় তাহলে আমি রাজি -বঙ্গবীর

আমার বাড়ি ভাঙলে যদি দেশের মঙ্গল হয় তাহলে আমি রাজি -বঙ্গবীর
প্রকাশিত

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, গত রাতে আমার বাড়িতে হামলা করেছে। কারা করেছে আমরা জানি না। কিন্তু দশ বারোজন লোক ঢিল ছুঁড়ছে, গাড়ি ভেঙেছে।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী বলেন, আমার বাড়ি ভেঙেছে, আরও ভাঙুক। যখন ধানমন্ডি-৩২ এ বঙ্গবন্ধুর বাড়িতে যখন গিয়েছিলাম, তখন আমার গাড়ি ভেঙেছিলো। আরও ভেঙে যদি দেশে শান্তি স্থাপিত হয়, দেশের কল্যাণ হয়, তাহলে আমি সব সময় রাজি আছি।

এ সময় তিনি আরও বলেন, কোটা বিরোধী আন্দোলন, বৈষম্যবিরোধী আন্দোলনের পরে আমরা এই স্বৈরাচার মনোভাব আশা করি নাই। আওয়ামী লীগ যদি স্বৈরশাসক হয় তাহলে আজকের কর্মকাণ্ডকে আমরা কি বলে অভিহিত করবো।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ আমাদের বহু সংগ্রাম করতে দেয় নাই। এরপরও যদি সবাইকে স্বাধীনতার দোসর বানানো হয়, আওয়ামী লীগের দোসর বানানো হয় তাহলে আমি মনে করবো বৈষম্যবিরোধী আন্দোলনকে ব্যর্থ করার জন্য, ধ্বংস করার জন্য এ কোন ষড়যন্ত্র কিনা।

এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসা 'সোনার বাংলায়' হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় বাসায় থাকা দুইটি গাড়িতে ভাঙচুর করা হয়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com