রিহ্যাব ফেয়ার ২০২৪ শুরু; চলবে ২৩-২৭ ডিসেম্বর     

উদ্বোধনী অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে ড্যাপ এবং বিধিমালা সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে এবছরের আবাসন মেলা উদ্বোধন করেন  রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ড. মোঃ ছিদ্দিকুর রহমান সরকার।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে এবছরের আবাসন মেলা উদ্বোধন করেন  রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ড. মোঃ ছিদ্দিকুর রহমান সরকার।

প্রকাশিত

আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব ফেয়ার ২০২৪ উদ্বোধন হয়েছে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে এবছরের আবাসন মেলা উদ্বোধন করেন  রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ড. মোঃ ছিদ্দিকুর রহমান সরকার। পাঁচদিনের এ মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।

প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৯ টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। মেলায় দুই ধরনের টিকিট থাকছে। একটি সিঙ্গেল এন্ট্রি অপরটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময় ৫ বার প্রবেশ করতে পারবেন। এন্ট্রি টিকিটের প্রাপ্ত সম্পূর্ণ অর্থ দুঃস্থদের সাহায্যার্থে ব্যয় করা হবে। এবছর প্রতিদিন  র‌্যাফেল ড্র  অনুষ্ঠিত হবে।

এবারের ফেয়ারে ২২০টি স্টল থাকছে। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ছাড়াও বিল্ডিং ম্যাটেরিয়ালস ও অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে রিহ্যাব।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে ড্যাপ এবং বিধিমালা সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হবে। “ঢাকাকে সুন্দরভাবে বসবাসযোগ্য করার জন্য ইতোমধ্যে রাজউক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি বলেন আগামীতে অকুপেনন্সি সনদ সহজ করা হবে যেন সব ভবন মালিক এই সনদ গ্রহণ করেন।  ঢাকাসহ সারা দেশের নাগরিকদের আবাসনের স্বপ্ন পুরণে রিহ্যাব এর অবদান অনেক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাব প্রেসিডেন্ট মোঃ ওয়াহিদুজ্জামান। সদস্য এবং ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে এই ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, “অর্থনৈতিক অগ্রগতির সাথে সাথে মানুষের ভাল জায়গায় সুন্দর একটি ফ্ল্যাট নিয়ে থাকার আগ্রহ বাড়ছে। আমরা নাগরিকদের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছি।

রিহ্যাব এর সিনিয়র ভাইস লিয়াকত আলী ভুইয়া আবাসন খাতের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে বলেন, বর্তমান প্রেক্ষাপটে একজন নাগরিকের পক্ষে হাউজিং লোন ছাড়া ফ্ল্যাট বা প্লট ক্রয় করা প্রায় অসম্ভব। ক্রেতারা যাতে খুব সহজে এই ঋণ পেতে পারে সেই ব্যবস্থা করার জন্য জানান তিনি। পরিকল্পিত ও আধুনিক বাসস্থান তৈরিতে গৃহঋণের অবদান অনস্বীকার্য।

রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট-২ ও মেলা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আক্তার বিশ্বাস বলেন, এই মূহুর্তে যা আমাদের জন্য বড় সংকট তৈরি করেছে ড্যাপ এ ফার হ্রাস। জিডিপিতে ১৫ শতাংশ অবদান রাখা আবাসন শিল্প আজ হুমকির মুখে বলে মন্তব্য করেন তিনি। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রিহ্যাবের পরিচালক ও মেলা কমিটির কো চেয়ারম্যান মিরাজ মোক্তাদির। অনুষ্ঠানে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট (৩) ইঞ্জি. আব্দুল লতিফ, ভাইস প্রেসিডেন্ট হাজী দেলোয়ার হোসেন সহ রিহ্যাব পরিচালকবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com