বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ, ১৫ কারখানা ছুটি ঘোষণা

বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ, ১৫ কারখানা ছুটি ঘোষণা
প্রকাশিত

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ ও কারখানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এসময় ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে নিরাপত্তা জনিত কারণে পার্শ্ববর্তী অন্তত ১৫টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৭টা থেকে নাসা গ্রুপের ‌‘নাসা বেসিক কমপ্লেক্স’ কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নিয়ে এ বিক্ষোভ শুরু করে। এসময় ঢাকা-আশুলিয়া ইপিজেড সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আড়াই ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে সড়ক ছেড়ে দেয় শ্রমিকরা।

শিল্পপুলিশ জানায়, সকালে নাসা গ্রুপের শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এরপর তারা সড়ক অবরোধ করে দেয়। শ্রমিকদের একটি অংশ অন্য একটি কারখানার সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। পরে সে কারখানার শ্রমিকদেরও বের করে আনার চেষ্টা করে তারা। এসময় নিরাপত্তাজনিত কারণে অন্তত ১৫টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

শ্রমিকরা জানায়, বকেয়া বেতন পরিশোধের আগে গত ১০ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত ৪ দিনের জন্য ছুটি ঘোষণা করে নাসা গ্রুপ কর্তৃপক্ষ। আজ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করার কথা ছিল। কিন্তু বকেয়া পরিশোধ না করে আবারও ৪ দিন সাধারণ ছুটির নোটিশ গেটে টাঙিয়ে দেয় নাসা গ্রুপ। শ্রমিকরা সাধারণ ছুটি বর্ধিত করার নোটিশ দেখতে পেয়ে বিক্ষোভ শুরু করে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com