মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

মাদকাসক্ত ছেলের হাতে মা খুন
প্রকাশিত

টাঙ্গাইলের মধুপুরে মাদকাসক্ত ছেলের হাতে নিজ মা খুন হয়েছেন। নেশার টাকা না দেওয়ায় মাদকাসক্ত রাজিব নামে এক ছেলের হাতে খুন হয়েছেন মা রেজিয়া বেগম  (৫০)। স্ত্রী বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। 

শুক্রবার (১৪ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের শালিকা গ্রামে এ ঘটনা ঘটে। 

রেজিয়া বেগম  ওই এলাকার খায়রুল ইসলামের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শালিকা পাগুর মোড়ের পূর্ব পাশে খাইরুল ইসলামের ছেলে রাজিব ইফতারের পর তার মার কাছে নেশার টাকার জন্য চাপ দেয়। টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যার পর বাড়ির পাশে আনারস বাগানে পুঁতে রাখতে যাওয়ার সময় তার স্ত্রী বাধা দেয়। এ সময় রাজিব তার স্ত্রীকেও কুপিয়ে আহত করে। এরপর স্থানীয়রা রাজিবের স্ত্রীকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

ঘটনার পর রাজিব পালিয়ে যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। পরে মহিষমারা ইউনিয়নের কোনাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।  

এ বিষয়ে মধুপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল কবীর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় রাজিবকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com