কোটি টাকা আত্মসাৎ, রূপালী সঞ্চয়ের এমডি- ম্যানেজার গ্রেফতার

কোটি টাকা আত্মসাৎ, রূপালী সঞ্চয়ের এমডি- ম্যানেজার গ্রেফতার

রূপালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের এমডি সাজ্জাদ খান এবং ম্যানেজার জাফর আলীকে গ্রেফতার করা হয়েছে। ছবি: ডিএমপির সৌজন্যে

প্রকাশিত

রাজধানীর বংশাল থানা এলাকায় রূপালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৭ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

প্রতারণার শিকার এক ভুক্তভোগীর করা মামলায় রোববার (৬ অক্টোবর) দিবাগত রাতে খুলনার খানজাহান আলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: মো. সাজ্জাদ খান ও সৈয়দ জাফর আলী।

ডিএমপি সূত্রে জানা গেছে, বংশালের আরমানিটোলায় রূপালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাজ্জাদ খান এবং ম্যানেজার জাফর আলী। ভুক্তভোগী পূর্ব পরিচয়ে তাদের প্রতিষ্ঠানে বিভিন্ন মেয়াদে তার পরিবারের সদস্যদের নামে দুই কোটি ১৭ লাখ টাকার এফডিআর ও ২২ লাখ টাকার ডিপিএস খোলেন, যা মেয়াদান্তে পূর্ণ হওয়ার কথা। শর্ত অনুযায়ি, এর লভ্যাংশ গত ২৬ সেপ্টেম্বর দেয়ার কথা থাকলেও প্রতিষ্ঠানটি তা দেয়নি। ভুক্তভোগী ৩০ সেপ্টেম্বর তাদের অফিসে গিয়ে দেখেন সেখানে তালা দেয়া এবং তাদের মুঠোফোন বন্ধ। পরবর্তীকালে গত ১ অক্টোবর ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বংশাল থানায় একটি প্রতারণার মামলা করা হয়।

মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে রোববার দিবাগত রাতে খুলনার খানজাহান আলী এলাকায় অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেফতার করে বংশাল থানা পুলিশ। প্রতারণার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com