ছাত্র আন্দোলনে হামলাকারী আওয়ামীলীগ নেতা আব্দুল জব্বার গ্রেফতার

ছাত্র আন্দোলনে হামলাকারী আওয়ামীলীগ নেতা আব্দুল জব্বার গ্রেফতার

আব্দুল জব্বার । ছবি: সংগৃহীত

প্রকাশিত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় কাফরুল থানায় রুজুকৃত মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বারকে গ্রেফতার করেছে ডিএমপির কাফরুল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর ২০২৪) রাতে কাফরুলের সেনপাড়া পর্বতা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

গত ১৯ জুলাই ২০২৪ তারিখ বিকেলে রাজধানীর মিরপুর-১০ শাহ আলী প্লাজা থেকে ভিকটিম মোঃ মোবারক হোসেন কাফরুলের সেনপাড়া এলাকা দিয়ে তার মামার বাসায় যাচ্ছিলেন। এসময় সে এলাকায় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় আওয়ামীলীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে ভিকটিম গুরুতর আহত হয়। উপস্থিত লোকজন আহত ভিকটিম মোবারককে প্রথমে পল্লবীর ইসলামী হাসপালে ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য শেরে বাংলা নগরের পঙ্গু হাসাপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মোবারকের মামা মোঃ রুবেল হোসেন বাদী হয়ে ১৬ সেপ্টেম্বর কাফরুল থানায় ১০৭ জনের নাম উল্লেখসহ আরও ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোবারকের উপর আক্রমণের সাথে জড়িত আব্দুল জব্বারকে গ্রেফতার করে কাফরুল থানা পুলিশ।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে কাফরুল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উপ-পুলিশ কমিশনার,

মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স

ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com