ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য আটক

ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য আটক

ফেনী সীমান্তে আটক করা ভারতীয় পণ্য।

প্রকাশিত

ফেনীর ভারতীয় সীমান্ত এলাকায় একাধিক অভিযান চালিয়ে কোটি টাকার ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার ও শনিবার (১৮ ও ১৯ অক্টোবর) বিকেলে ও ভোরে ফেনীর ছাগলনাইয়া, মধুগ্রাম, চম্পকনগর, দেবপুর, যশপুর, খেজুরিয়া এবং জয়ন্তীনগর এলাকায় এসব অভিযান চালানো হয়।


শনিবার (১৯ অক্টোবর) প্রেস বিজ্ঞপ্তিতে ফেনীর বিজিবি’র ৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এ তথ্য দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ডার আউট পোস্টের (বিওপি) টহল দল শুক্র ও শনিবার ছাগলনাইয়া উপজেলার লম্বাটিলা, টিলাপাড়া, ছয়ঘড়িয়া এবং পরশুরাম উপজেলার মহেশ পুস্কুরনী নামক সীমান্তবর্তী স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসব এলাকা থেকে ভারতীয় অবৈধ বিভিন্ন প্রকার শাড়ি, থ্রি-পিস, লেহেংগা, কাশ্মিরী শাল এবং মদ আটক করে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ২ লাখ ৩৩ হাজার ৫শ’ টাকা।


আটককৃত মালামাল ফেনী কাস্টমস্ এবং মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন। 

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com