প্রিপেইড মিটারকে প্রতারণার মাধ্যম বলে বরিশালে বিক্ষোভ

প্রিপেইড বৈদ্যুতিক মিটারে জনভোগান্তি, হয়রানি ও প্রতারণার পদ্ধতি দাবি করে তা স্থাপন বন্ধে বরিশালে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
প্রিপেইড মিটারকে প্রতারণার মাধ্যম বলে বরিশালে বিক্ষোভ

বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ করছে গ্রাহকরা।

প্রকাশিত

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি হয়।


এর আগে নগরীতে একটি বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা।

সংগঠনের সভাপতি দেওয়ান আবদুর রশীদ নিলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দেন, রাইসুল ইসলাম, মো. নিয়াজ, আকিউর রহমান লিমন, মাসুম বিল্লাহ, আবদুল মান্নান মৃধা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, যেসব এলাকায় প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে সেসব এলাকায় জনভোগান্তি চরমে উঠেছে। এই মিটার হয়রানি ও প্রতারণার মাধ্যম। এই মিটার বরিশালে স্থাপন করলে একই দুর্ভোগে পরবে জনসাধারণ।

অবিলম্বে প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান বক্তারা।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com